আজ ২১এ ফেব্রুয়ারি-২০২৪, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, কক্সবাজারের কেন্দ্র প্রধান ড. শফিকুর রহমানের নেতৃত্বে একুশের প্রথম প্রহরে একটি প্রতিনিধি দল শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রের অফিস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়। পরবর্তীতে পূর্ব ঘোষিত বিভিন্ন কর্মসূচীর আলোকে মহান একুশের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভাষা আন্দোলন ভিত্তিক চিত্রাঙ্কন, স্মৃতি পরীক্ষা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর কেন্দ্রের সভাকক্ষে সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ভাষা আন্দোলনের তাৎপর্য ও জাতীয় জীবনে মাতৃভাষার গুরুত্ব ও বাস্তবায়নের উপর আলোকপাত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনের শেষে ভাষাশহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS