লাইভফিড গবেষণায় বিশুদ্ধ স্টক ব্যবস্থাপনায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এর নতুন সংযোজন "বিএফআরআই পোর্টেবল ফটোবায়োরিএক্টর"
স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রিত এ বায়োরিএক্টর সারাবছর মাইক্রোঅ্যালজির স্টক ব্যবস্থাপনাকে করে তুলবে নিরাপদ ও সহজ। পোর্টেবল এবং ছোট সাইজের হওয়ায় হ্যাচারিতে এর সংযোজন ও ব্যবস্থাপনা সহজ ও কার্যকরী হবে। স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও স্থায়ী আলোকসুবিধা থাকায় স্টক নিয়ন্ত্রণে বাড়তি ঝামেলা কমাবে। এছাড়াও সারাবছর অল্প পরিমাণের স্টক নিয়ন্ত্রণকে সহজ করবে। ইতোমধ্যে উক্ত বায়োরিএক্টর ব্যবহার করে হ্যাচারিতে বহুল ব্যবাহৃত প্রজাতি Skeletonema costatum স্টক ব্যবস্থাপনা প্রোটকল তৈরি করা হয়েছে।
অদ্য ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমানের সভাপতিত্বে কক্সবাজারস্থ চিংড়ি হ্যাচারি টেকনেশিয়ানের ও বিভিন্ন স্তরের গবেষকের অংশগ্রহণে "বিশুদ্ধ অ্যালজি স্টকের নিশ্চয়তায় বিএফআরআই পোর্টেবল ফটোবায়োরিএক্টর" শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সাবেক সাংসদ ও শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব লুৎফুর রহমান কাজল মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে অত্র কেন্দ্রের সার্বিক কর্মকান্ড এবং অর্জন নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় নানাবিধ গবেষণা কার্যক্রম ও সুনীল অর্থনীতির বিকাশে খাঁচায় মাছ চাষের প্রয়োজনীয়তা ইত্যাদি নানাবিধ বিষয়ে আলোকপাত করেন।
এসময় উপস্থিত প্রধান অতিথিকে কেন্দ্রের পক্ষ হতে একটি সম্মাননা স্মারক প্রদান করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান মহোদয়। পরবর্তীতে কেন্দ্রের চলমান কার্যক্রম যথা, লাইভ ফিড ল্যাব, ফটোবায়োরিএক্টর ল্যাব, সী-উইড ল্যাব, কাঁকড়া হ্যাচারি, কোরাল হ্যাচারি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি কেন্দ্রের গবেষণা কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং যুগোপযোগী এসকল কার্যক্রমের ব্যাপক প্রচার ও সম্প্রসারণের জন্য অনুরোধ জানান। আজকের কার্যক্রমের এ আশাবাদ ব্যাক্ত করেন যে, উক্ত কেন্দ্র হতে তৈরি "বিএফআরআই পোর্টেবল ফটোবায়োরিএক্টর" বিশুদ্ধ মাইক্রোঅ্যালজি স্টক পরিচর্যায় যা পরবর্তীতে চিংড়ি হ্যাচারিতে পিএল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এ প্রযুক্তি সম্প্রসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যেগ নিতে অনুরোধ জানান।
কর্মসূচীর পরবর্তী ধাপে প্রশিক্ষণার্থীদের চারটি ভিন্ন ভিন্ন উপস্থাপনার মাধ্যেমে বিএফআরআই পোর্টেবল ফটোবায়োরিএক্টরের প্রিন্সিপল, গঠন, কার্যক্রম সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের শেষপর্যায়ে প্রশীক্ষণার্থীদের থেকে ফিডব্যাক ফরম ফিলাপ করা হয়, যেখানে প্রায় সকলেই প্রযুক্তিটি হ্যাচারীতে অ্যালজি ব্যবস্থাপনায় সহজ ও উপযোগী হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
দিনব্যাপী প্রশিক্ষণের শেষপর্যায়ে সকল প্রশীক্ষণার্থীদের মাঝখানে সনদপত্র বিতরণ ও সমাপনী বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সভাপতি ড. শফিকুর রহমান মহোদয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস