শিরোনাম
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র পরিদর্শন
বিস্তারিত
অদ্য ২১ ও ২২ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক শ্রদ্ধেয় ড. অনুরাধা ভদ্র ম্যাডাম কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র (সামপ্রকে) পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রের চলমান গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। গবেষণা কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে তিনি সবুজ অর্থনীতির সম্ভাবনাময় গবেষণা ফলাফলসমূহ মাঠ পর্যায়ে ভ্যালিডেশন, উদ্যোক্তাদের অবহিতকরণ, প্রশিক্ষণ প্রদান
এবং ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।
শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের এই পরিদর্শন আমাদের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে অনুপ্রেরণা জোগাবে।
শ্রদ্ধেয় ম্যাডামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।